রাশিয়ায় পুতিনের বিজয় দিবসে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

মঙ্গলবার, ১০ মে ২০২২ | ৩:০০ অপরাহ্ণ

রাশিয়ায় পুতিনের বিজয় দিবসে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র
apps

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয় দিবস’ উপলক্ষ্যে বক্তব্য দেন। ইউক্রেনে আক্রমণের জন্য তিনি ন্যাটো, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন।

বিজয় দিবসের বক্তব্যে পুতিন বলেন, ইউক্রেনে অভিযানের কারণ ন্যাটো জোট রাশিয়া ঘিরে ফেলছে এবং তাদের পশ্চিমে অবস্থিত প্রতিবেশী দেশে ঘাঁটি বানাচ্ছে।হোয়াইট হাউস পুতিনের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, পুতিন যে বক্তব্য দিয়েছেন তা ইতিহাসের সংশোধিত পাঠ। পশ্চিমাদের আগ্রাসন ঠেকাতে রাশিয়ার সেনারা হামলা করেছে—পুতিনের এই বক্তব্য স্পষ্ট হাস্যকর। ইতিহাসের অপতথ্য উদ্ধৃত করে পুতিন বক্তব্য দিয়েছেন বলেও মন্তব্য করেন জেন সাকি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি আরও বলেন, ৯ মে ইউরোপের শান্তি এবং সংহতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর পরাজয় দিবস। কিন্তু পুতিন ‘অনর্থক এবং অযৌক্তিক’ যুদ্ধ ন্যায্য প্রমাণ করতে ইতিহাসকে বাধা দিচ্ছেন।

সূত্র: গার্ডিয়ান

Development by: webnewsdesign.com