রামেক হাসপাতালে করোনা উপসর্গে মৃত্যু ২

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ | ৬:৩০ অপরাহ্ণ

রামেক হাসপাতালে করোনা উপসর্গে মৃত্যু ২
apps

করোনা সংক্রমণের উপসর্গ গিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ২ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন রাজশাহীর বাসিন্দা। অন্যজনের বাড়ি কুষ্টিয়ায়।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মোট ২ জন।

গত এক দিনে মারা যাওয়া ২ জনই পুরুষ। যাদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন ৫১ থেকে ৬০ বছর বয়সী। এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৭২।

বর্তমানে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৫ জন, পাবনার ৯ জন, কুষ্টিয়ার ২ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছন ৯ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন।

করোনা ধরা পড়েনি ভর্তি ১৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৮ জন। এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে একজনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৪৭ জনের। এর মধ্যে কারো নমুনায় করোনা ধরা পড়েনি। পরীক্ষার অনুপাতে রাজশাহীর দশমিক ৫০ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

Development by: webnewsdesign.com