রাজধানী পুরান ঢাকার গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সোমবার, ০১ মে ২০২৩ | ১:১৫ অপরাহ্ণ

রাজধানী পুরান ঢাকার গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
রাজধানী পুরান ঢাকার গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
apps

রাজধানী পুরান ঢাকার গেন্ডারিয়ার এলাকার ধূপখোলার বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১ মে) সকাল পৌনে ১০টার দিকে বিস্ফোরণের এ খবর পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।

তিনি বলেন, গ্যাসলাইন থেকে একটি দোকানে আগুন লেগেছিল। সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট আগুন নেভাতে রওনা হয়। এরপর পথেই তারা খবর পান আগুন নিভে গেছে।

এ সময় নারী ও শিশুসহ দগ্ধ হয় ৩ জন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় ওই বিস্ফোরণে নারী-শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মুদি দোকানদার আ. রহিম (৫০), তার মেয়ে মীম আক্তার (২১) ও নাতি আলিফ (২)।

Development by: webnewsdesign.com