গার্মেন্ট অবরোধের ধাক্কা রাজধানীর প্রধান সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। শ্যামলীর ডায়নামিক গার্মেন্টের শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে রাস্তা অবরোধ করার পর থেকেই এই অবস্থার সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশ তাদের সরিয়ে দিলেও সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় শ্যামলীর মূল সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
সড়ক অবরোধের জেড় হিসেবে দেখা গেছে, মিরপুর রোডের জ্যাম গিয়ে ঠেকেছে নীলক্ষেত পর্যন্ত। অন্যদিকে, কারওয়ানবাজার থেকে গাড়ি থেমে থেমে আগাচ্ছে শাহবাগের দিকে। এছাড়া, গুলশান, বাড্ডা লিংক রোডের গাড়িগুলো আগারগাঁওয়ের দিকে এগুচ্ছে অত্যন্ত ধীরগতিতে। সবচেয়ে অসহায় অবস্থায় আছে রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো। গাড়ির চাপ থাকায় তাদেরও সহজে বের করে দেওয়া যাচ্ছে না।
এ বিষয়ে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক বিভাগ) মফিজউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন হওয়ায় স্বাভাবিকভাবেই যানজট থাকেই। তবে, এর সঙ্গে যুক্ত হয়েছে শ্যামলীর শ্রমিকদের অবরোধের জের। আশা করা যাচ্ছে বিকেলের মধ্যেই এই যানজট স্বাভাকিক হয়ে যাবে।
এদিকে, বিজিএমইএ’র হস্তক্ষেপে গার্মেন্ট শ্রমিকরা অবরোধ তুলে নিলেও বেলা ২টায় তাদের সঙ্গে মালিকপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে।
Development by: webnewsdesign.com