যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু

বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ | ২:১৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু
apps

করোনাভাইরাস তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ দিয়েও করোনায় প্রাণহানির লাগাম টেনে ধরতে পারছে না যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রাণঘাতী এ ভাইরাসে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ হাজার ১০২ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া (৯২৯)। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় ১ লাখ ৭ হাজার ৯৮৭ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ১০২ জন।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ ৪ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৫৬৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৭ লাখ ২৭ হাজার ৭১০ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ২৫ হাজার ১৩৩ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ৯২৯ জন। রাশিয়ায় মোট সংক্রমণ ৭৬ লাখ ৬২ হাজার ৫৬০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১২ হাজার ৬২৫ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ৫৫ হাজার ৩০৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময় মারা গেছেন ৮ হাজার ২৪২ জন মারা গেছেন।

এ নিয়ে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২৩ কোটি ৭২ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৪৮ লাখ ৪১ হাজার ২৪১ জন। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৪২ লাখ ৭০ হাজার ২৪৭ জন।

 

Development by: webnewsdesign.com