মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক কার্যক্রম

রবিবার, ১১ অক্টোবর ২০২০ | ৫:২৭ অপরাহ্ণ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক কার্যক্রম
apps

সড়ক দুর্ঘটনা রোধে ও থ্রি হুইলার বন্ধে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থেকে গোয়ালাবাজার অংশে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে হাইওয়ে থানা পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে শেরপুরবাজার, শেরপুর নতুন বাজার, বেগমপুর বাজার, উনিশ মাইল ও গোয়ালাবাজার এলাকাধীন মহাসড়ক সংলগ্ন আশপাশের বাজারগুলোতে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও মহাসড়কে তিন চাকার যান, যেমন ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি,নসিমন, ভটভটি ইত্যাদি না চালানোর জন্য নির্দেশনা দেয়া হয়।

এসময় শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন- দুর্ঘটনা রোধে আমাদের সকলের করণীয় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। দুর্ঘটনা এড়াতে “দেখে শুনে রাস্তা পারাপার হইবো, তাহলে অবশ্যই নিরাপদে বাড়ী ফিরতে পারবো, মনে রাখবেন সময়ে চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই কখনো কোনো কিছুতে তাড়াহুড়ার করার দরকার নাই”।

শেষে মহাসড়কের উপর অবৈধ ভাসমান কাঁচামাল ও অন্যান্য ব্যবসায়ীদের সরিয়ে দেয়া হয়েছে।

Development by: webnewsdesign.com