মৌলভীবাজারে লেবু বাগানের পাহারাদারকে হত্যার অভিযোগে আটক ১

সোমবার, ১৫ মে ২০২৩ | ১:৫৬ অপরাহ্ণ

মৌলভীবাজারে লেবু বাগানের পাহারাদারকে হত্যার অভিযোগে আটক ১
মৌলভীবাজারে লেবু বাগানের পাহারাদারকে হত্যার অভিযোগে আটক ১
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চম্পা লাল মুন্ডা (৩৭) নামে লেবু বাগানের এক পাহারাদারকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় পুলিশ বিশ্বনাথ নামে ওই লেবু বাগানের আরেক পাহারাদাকে আটক করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে খুন করা হয়েছে। আমরা তার সঙ্গে থাকা অন্য পাহারাদারকে আটক করেছি।’

নিহত লাল মুন্ডা কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানের পাহারাদার ছিলেন। তিনি ওই বাগানের মৃত রামজি মুন্ডার ছেলে এবং তার বাড়ি হোসনাবাদ চা বাগানে।

জানা যায়, রবিবার সকালে চম্পা লাল মুন্ডাকে লেবু বাগানের সড়কে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই বাগানের মালিক। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তার কপালের বাম পাশে রক্তাক্ত জখম এবং পিঠে আঘাতের চিহ্ন ছিল।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।’

Development by: webnewsdesign.com