মৌলভীবাজারে পরিবেশ দিবস উপলক্ষে নিযাচা’র বৃক্ষরোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | ৭:৩৫ অপরাহ্ণ

মৌলভীবাজারে পরিবেশ দিবস উপলক্ষে নিযাচা’র বৃক্ষরোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ
মৌলভীবাজারে পরিবেশ দিবস উপলক্ষে নিযাচা'র বৃক্ষরোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ
apps

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও নিরাপদ যানবাহন নিশ্চিত করা আমাদের কর্তব্য এই বার্তা নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সোমবার ৫ জুন সকাল ১১ টায় মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে নিরাপদ যানবাহন চাই নিযাচা’র সভাপতি মোঃ রুহুল আলম রনি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ দেবনাথ, দৈনিক ইত্তেফাক প্রত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও হিউম্যান রাইট রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সালেহ আহমেদ সেলিম, শমসেরনগর সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি সুজা আহমেদ, নিযাচা মৌলভীবাজার জেলা শাখার কার্যনির্বাহী কমিটি সদস্য মামুনুর রহমান চৌধুরী মসু, নিযাচা কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি হিমান পুরকায়স্থ, অর্থ সম্পাদক সাদিয়া বেগম, মহিলা সম্পাদক শাকী বেগম, ইম্পেরিয়াল কলেজে শাখার সভাপতি অন্নি দে, সহ সাধারণ সম্পাদক রাহুল হাসান রাহী, নিযাচা’র জেলা শাখার সদস্য কাউসার আহমেদ আতিফ প্রমুখ।

নিযাচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি জানান – নিরাপদ যানবাহন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা, সমাবেশ, প্রচার, প্রশিক্ষণ, লিফলেট, পোস্টার, ফেস্টুন, প্লেকার্ডের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, পথচারি ও যানবাহন চালকদেরকে সচেতনত করে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট পরিধানে সচেতনতা সৃষ্টি, শিক্ষিত নতুন চালক তৈরি করা ছাড়াও, কেন্দ্রীয় নির্দেশানুযায়ী ফুটওভার ব্রিজ/আন্ডারপাস, জেব্রা ক্রসিং এবং অন্যান্য নিয়মকানুন মানতে পথচারীদের সচেতন করে তুলতে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার জেলা শাখা।

Development by: webnewsdesign.com