ঢাকা দুই সিটি নির্বাচন

মেয়র প্রার্থী ১৪, কাউন্সিলর ১০১৬

বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | ২:৫১ অপরাহ্ণ

মেয়র প্রার্থী ১৪, কাউন্সিলর ১০১৬
apps

আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে ১৪ মেয়েরসহ কাউন্সিলর ১০১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন । ডিএনসিসি ও ডিএসসিসি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এসব প্রার্থীরা নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এদিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

এর আগে অবশ্য দুই সিটিতে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ২ হাজার ২৬০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। শেষ দিন পর্যন্ত মোট এক হাজার ৩০ জন মনোনয়নপত্র জমা দেওয়ায় অর্ধেকেরও বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
মেয়র পদে ১৪ প্রার্থী

ডিএনসিসি: ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাত জন। তারা হলেন— নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী জি এম কামরুল ইসলাম, বাঘ প্রতীক নিয়ে পিডিপি’র প্রার্থী শাহীন খান, হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, কাস্তে প্রতীক নিয়ে সিপিবির প্রার্থী সাজেদুল হক এবং আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আনিসুর রহমান দেওয়ান।
ডিএসসিসি: ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাত জন। তারা হলেন— নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী ইসরাক হোসেন, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন মিলন, হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুর রহমান, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. আক্তারুজ্জামান ওরফে আয়াতউল্লাহ, আম প্রতীক নিয়ে এনপিপি প্রার্থী বাহরানে সুলতান বাহরান এবং মাছ প্রতীক নিয়ে গণফ্রন্ট প্রার্থী আবদুস সামাদ সুজন।

কাউন্সিলর প্রার্থী
ডিএনসিসি: ডিএনসিসি নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬৩ জন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ডিএসসিসি: ডিএসসিসি নির্বাচনে কাউন্সিলর পদে মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৫৩ জন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৪৫৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৯ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঢাকার দুই সিটিতে ওয়ার্ড ও ভোটার সংখ্যা
ডিএনসিসিতে সাধারণ ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১৮টি। এই সিটিতে ১ হাজার ৩৪৯টি ভোটকেন্দ্রে রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৭ হাজার ৫১৬টি। মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন।
ডিএসসিসিতে সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি। ডিএসসিসি‘র নির্বাচনে মোট ১ হাজার ১২৪টি ভোটকেন্দ্র থাকবে। এসব কেন্দ্রে ৫ হাজার ৯৯৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই সিটিতে মোট ভোটার ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।
দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা
ডিএনসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ইসি যুগ্মসচিব মো. আবুল কাসেম। এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নির্বাচন কমিশন সংলগ্ন ইসির এনআইডি ভবন। অন্যদিকে ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন। এই কর্মকর্তার কার্যালয় রাজধানীর টিকাটুলীর সাদেক হোসে খোকা কমিউনিটি সেন্টার।
এর আগে, গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই সবগুলো কেন্দ্রে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে। ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা।

নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীরা ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

Development by: webnewsdesign.com