মেক্সিকোর সৈকতে আট চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | ২:০৬ অপরাহ্ণ

মেক্সিকোর সৈকতে আট চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
মেক্সিকোর সৈকতে আট চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
apps

মেক্সিকোর সমুদ্র সৈকতে আট চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মরদেহগুলো ওক্সাকার সমুদ্র সৈকতে পাওয়া যায়। আর এ রুটটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী পৌঁছানোর পথ হিসেবে বিবেচিত।

বৃহস্পতিবার গুয়াতেমালার সীমান্তে চিয়াপাস অঞ্চল থেকে যাত্রা করা একটি নৌকায় সাত নারী এবং একজন পুরুষ ছিলেন। আরেকজন বেঁচে গেছেন।
তবে নৌকার চালকের কী হয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত তা স্পষ্ট নয়।

ওক্সাকার প্রসিকিউটর অফিস জানিয়েছে, প্লায়া ভিসেন্টে শহরের একটি সমুদ্র সৈকতের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। তারা আরও জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের শনাক্ত করতে মেক্সিকোতে চীনা দূতাবাসের সঙ্গে কাজ করছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীর সংখ্যা বেড়েই চলেছে। ২০২১ সালে ৬৩ লাখের বেশি অভিবাসী অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। ২০১৮ সাল থেকে এ সংখ্যা বাড়তে শুরু করে। আমেরিকা মহাদেশের বাইরে থেকে আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে চীন থেকে। সূত্র: সিএনএন, রয়টার্স, বিবিসি

Development by: webnewsdesign.com