মুক্তিযুদ্ধের ক্রেডিট ছিনতাই করতে চায় সরকার: নূর..

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | ১১:১০ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের ক্রেডিট ছিনতাই করতে চায় সরকার: নূর..
নুরুল হক নূর। ফাইল ছবি
apps

আওয়ামী লীগের সমালোচনা করে ডাকসুর সাবেক ভিপি ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর বলেছেন, কোনো রাজনৈতিক দল মুক্তিযুদ্ধ করেনি। করেছে দেশের সকল শ্রেণির মানুষ। এখন বর্তমান আওয়ামী লীগ সরকার সেই মুক্তিযুদ্ধের ক্রেডিট ছিনতাই করতে চায়।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ শ্রমিক পরিষদের আয়োজনে দেশের পাটকল, চিনিকলসহ বিভিন্ন শিল্প বন্ধের প্রতিবাদে অনুষ্ঠিত মানবন্ধনে তিনি এই কথা বলেন।

নূর বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই শুনেছি আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। কিন্তু বর্তমান সরকারের সাথে থাকলে সবাই মুক্তিযোদ্ধা আর না থাকলেই হয়ে যায় স্বাধীনতাবিরোধী।

দেশের আলোচিত অপরাধীদের বিষয়ে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, পাপিয়া সম্রাটদের মত চুনোপুটি ধরে লাভ নেই। আপনারাতো রুই কাতলদের বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান।

তিনি আরও বলেন, সরকারের টনক এত সহজে নড়বে না। টনক নড়াতে হলে আন্দোলনে জন সম্পৃক্ততা বাড়াতে হবে। দেশের জনগনের সম্পদ চিনি শিল্প, পাট শিল্প, চামড়া শিল্প। এগুলো যারা রক্ষা করতে চায় তাদের কোনো ব্যানার লাগবে না। দলমত নির্বিশেষে আন্দোলনে যোগ দিন।

Development by: webnewsdesign.com