স্মারকলিপি প্রদান

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন, বিক্ষোভসমাবেশ ও জেলা প্রশাসককে

সোমবার, ১৩ মার্চ ২০২৩ | ৩:২০ অপরাহ্ণ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন, বিক্ষোভসমাবেশ ও জেলা প্রশাসককে
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন, বিক্ষোভসমাবেশ ও জেলা প্রশাসককে
apps

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মাঠে নেমেছেন বাংলাদেশের বিভিন্ন বেসরকারি শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ ।শিক্ষকবান্ধব সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজধানীর রাজপথে নেমেছে। সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা সদরে প্রধান সড়কে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিশিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

১৩ মার্চ সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবীতে স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় স্মারক লিপি গ্রহন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এর আগে সবুজ কানন স্কুলের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষকনেতারা। এতে সভাপতিত্ব করেন মেঘাই ইউছুপ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল বাকী।

স্বাগতিক বক্তব্য রাখেন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, সহসভাপতি প্রধান শিক্ষক আলমগীর কবির, সহসভাপতি কওমী জুট মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন,

মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর শাখার সভাপতি টি এম আতিকুর রহমান নান্নু। আলমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান। উক্ত কর্মসূচিতে অংশ নেয় বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম, পূর্ব খুকশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,চালিতাডাঙ্গা বি বি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাটশিরা লক্ষীপুর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ প্রমুখ।বক্তারা এসময় জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে সিরাজগঞ্জে এ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ মার্চ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে দুই ঘন্টা কর্মবিরতি পালন। ২০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারিদের মহাসমাবেশ। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

Development by: webnewsdesign.com