মাদক ব্যবসায় বাধা দেয়ায় বাড়ির গাছ কেটে সাবাড়,মাদক ব্যবসায়ীর

শনিবার, ২২ জানুয়ারি ২০২২ | ২:১৭ অপরাহ্ণ

মাদক ব্যবসায় বাধা দেয়ায় বাড়ির গাছ কেটে সাবাড়,মাদক ব্যবসায়ীর
apps

মাদক ব্যবসায় বাধা দেয়ার বৃক্ষ লতা গাছসহ প্রায় অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে মন্টুসহ তার মাদক বাহীনিরা। ঘটনাটি ঘঠেছে রূপঞ্জের মাদকের রাজধানী খ্যাত কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে। মন্টু ও তার বাহিনীরা প্রতিনিয়ত প্রকাশ্যে দিবালোকে মাদক ব্যবসা চালিয়ে গেলেও কেউ তাদের প্রতিহত করতে পারেনি। মাস্টার পরিবারের লোকজন প্রায়শঃ তাকে এ ব্যবসা করতে নিষেদ করতেন। শনিবার মাদক ব্যবসায় বাধা দিলে হরিশচন্দ মাস্টারের বাড়ির বৃক্ষলতা সহ অর্ধশতাধিক গাছপালা কেটে ফেলে মন্টুগংরা।
এ সময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মন্টুগংরা মহড়া দেয়। দা শাপাল নিয়ে মাস্টার পরিবারের সদেস্যদের হত্যার হুমকী প্রদার করে। মন্টুগংদের কাছে মাস্টার পরিবারসহ কায়েতপাড়ার জনগন এখন জিম্মি। এব্যাপারে রূপঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
এব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। মাদকের রাজধানী হোক আর পৌরসভা হোক, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। চিরতরে মাদক ব্যবসায়ীদের নির্মূল করা হবে।

Development by: webnewsdesign.com