মধ্যপ্রাচ্যে অঞ্চলে সবচেয়ে বেশি হেলিকপ্টার আছে ইরানের

সোমবার, ১১ অক্টোবর ২০২১ | ৫:২২ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে অঞ্চলে সবচেয়ে বেশি হেলিকপ্টার আছে ইরানের
apps

মধ্যপ্রাচ্য অঞ্চলে সবচেয়ে বেশি হেলিকপ্টার ইরানের সামরিক বাহিনীর কাছে রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি। স্থানীয় সময় রবিবার এক অনুষ্ঠানে এ কথা জানান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি।

তিনি বলেন, এ অঞ্চলে আমাদের হাতে রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার। আজকে আমাদের হেলিকপ্টারগুলোতে উন্নতমানের নাইট-ভিশন ক্যামেরা এবং গাইডেড মিসাইল বসানো হয়েছে।” খবর-পার্সটুডের। সইরানের এ সেনা কর্মকর্তা আরো বলেন, ড্রোন নির্মাণের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছি। আমরা এখন গোয়েন্দা ড্রোন ও কম্ব্যাট ড্রোনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি।”

সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ড্রোন তৈরিতে তেহরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে ইরান সবসময় বলে আসছে-তার এই সামরিক শক্তি প্রতিবেশীদের জন্য কোনো হুমকি নয়।

Development by: webnewsdesign.com