ভারতের পশ্চিমবঙ্গে ৩০টি স্বর্ণের বিস্কুট উদ্ধার, দুই বাংলাদেশি গ্রেফতার

রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ | ৭:২৩ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে ৩০টি স্বর্ণের বিস্কুট উদ্ধার, দুই বাংলাদেশি গ্রেফতার
ভারতের পশ্চিমবঙ্গে ৩০টি স্বর্ণের বিস্কুট উদ্ধার, দুই বাংলাদেশি গ্রেফতার
apps

পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি বাস থেকে ৩০টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। এ ঘটনায় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারকৃত ৩০টি স্বর্ণের বিস্কুটের মোট ওজন প্রায় তিন কেজির বেশি। যার আনুমানিক বাজার দর ১ কোটি ৯৩ লক্ষ রুপিরও বেশি।

গতকাল শনিবার সকালে বিএসএফ জানতে পারে, একটি যাত্রীবাহী বাস আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় আসছে। সেই বাসে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। তাই কোম্পানি কমান্ডার একটি তল্লাশি দল গঠন করেন এবং বাসটিকে আইসিপিতে থামান। বাসটিতে তল্লাশি করলে লাগেজ বগির ভিতর থেকে ৩০টি স্বর্ণের বিস্কুট পাওয়া যায়। বিএসএফ সঙ্গে সঙ্গে বাসের চালক, কন্ডাক্টর, বাস এবং স্বর্ণ আটক করে আরও জিজ্ঞাসাবাদের জন্য আইসিপি-তে নিয়ে আসে।

বিএসএফ আরও জানায়, গ্রেফতারকৃত বাস চালক মুহাম্মদ ফরহাদ ও কন্ডাক্টর উমর ফারুক। জিজ্ঞাসাবাদে তারা দু’জনেই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ইতোমধ্যে তাদের গ্রেফতারির পর আদালতে তোলার প্রস্তুতি শুরু করে পুলিশ। সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়েছে ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার।

Development by: webnewsdesign.com