ভারতের দিল্লিতে পুলিশি হামলার অভিযোগ যৌন হয়রানির প্রতিবাদে নামা রেসলারদের

বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | ১২:৪৮ অপরাহ্ণ

ভারতের দিল্লিতে পুলিশি হামলার অভিযোগ যৌন হয়রানির প্রতিবাদে নামা রেসলারদের
ভারতের দিল্লিতে পুলিশি হামলার অভিযোগ যৌন হয়রানির প্রতিবাদে নামা রেসলারদের
apps

ভারতের দিল্লিতে ২৩ এপ্রিল থেকে যৌন হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশটির শীর্ষ রেসলাররা। এবার আন্দোলনরত অ্যাথলেটরা পুলিশি দুর্ব্যবহার ও হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি বলছে, একটা হট্টগোলের ঘটনা ঘটলেও কাউকে লাঠিপেটা করা হয়নি।

ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন দেশটির শীর্ষ রেসলাররা। তবে এই অভিযোগ স্বীকার করেননি ব্রিজভূষণ। বিষয়টি নিয়ে ভারতের শীর্ষ আদালতেও শুনানি চলছে।

বিক্ষোভকারীরা বুধবার দিবাগত রাতে সাংবাদিকদের জানিয়েছেন, আন্দোলস্থলে বিছানা পাততে গেলে পুলিশি হামলা ও দুর্ব্যবহারের শিকার হন তারা। রেসলার ভিনেশ ফোগাত বলেছে, ‘বৃষ্টির পানিতে ওই এলাকা তলিয়ে যায় তাই আমাদের ঘুমানোর কোনো জায়গা ছিল না। সে জন্যই আমরা ওই বিছানাগুলো আনতে শুরু করেছিলাম।’

এসময় তাদের ওপর এক মদ্যপ পুলিশ সদস্য হামলে পড়ে বলে অভিযোগ করেন ফোগাত। তিনি আরও জানান, সেসময় কোনো নারী পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে ছিলেন না। গিতা ফোগাত নামের আরেক রেসলার জানান, পুলিশের হামলায় তার ভাই দুশিয়ান্ত মাথায় আঘাত পেয়েছেন এবং আরেক অ্যাথলেটও আহত হয়েছে। সূত্র: বিবিসি

Development by: webnewsdesign.com