বড়লেখায় টিলা কেটে রাস্তা সংস্কার, প্রকল্প কমিটির সভাপতিকে জরিমানা

মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২ | ৯:১২ অপরাহ্ণ

বড়লেখায় টিলা কেটে রাস্তা সংস্কার, প্রকল্প কমিটির সভাপতিকে জরিমানা
apps

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর এলাকায় টিলা কেটে রাস্তা সংস্কার। টিলা কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে প্রকল্প কমিটির সভাপতি প্রবাস ফেরত সেলিম মিয়াকে।

(৩ জানুয়ারী) সোমবার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে রাস্তা সংস্কারের জন্য ২০২১-২২ অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় (কাবিখা) নির্বাচনী খাতে প্রথম পর্যায়ে ১১ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়। প্রকল্প কমিটির সভাপতি প্রবাস ফেরত সেলিম মিয়া টিলা কেটে রাস্তার সংস্কার কাজ শুরু করেছেন মর্মে ইউএনও অভিযোগ পান। পরে সোমবার সরজমিনে টিলা কাটার সত্যতা পেয়ে প্রকল্প কমিটির সভাপতি প্রবাস ফেরত সেলিম মিয়াকে ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান জানান, ওই স্থানে রাস্তা সংস্কারের জন্য ‘কাবিখা’ প্রকল্পে ১১ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছিল। টিলা কেটে রাস্তা সংস্কার করতে হবে প্রকল্প কমিটির কেউ তা জানাননি। টিলা কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী মঙ্গলবার দুপুরে জানান,টিলা কেটে রাস্তার সংস্কার কাজ করা হচ্ছে মর্মে অভিযোগের ভিত্তিতে সরজমিন টিলা কাটার সত্যতা পেয়ে পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। সব ধরনের টিলা কাটা দণ্ডনীয় অপরাধ।

Development by: webnewsdesign.com