ব্রাজিলের ১০৬ বছরের রেকর্ড ভাঙলেন এই কিশোর

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | ১২:৪৩ অপরাহ্ণ

ব্রাজিলের ১০৬ বছরের রেকর্ড ভাঙলেন এই কিশোর
apps

ব্রাজিলের ১৬ বছরের এক কিশোর ভাঙলেন ১০৬ বছরের রেকর্ড। সেই কিশোরের নাম এনদ্রিক ফেলিপে। ১৬ বছর বয়সী এই স্ট্রাইকার খেলেন পালমেইরাসে।

পালব্রাজিলিয়ান ক্লাবটির সবচেয়ে কম বয়সী হিসেবে গত জুলাইয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন এনদ্রিক।

ফুটবল ইতিহাস বলছে, ১৯১৬ সালে ১৬ বছর ১১ মাস ১৪ দিন বয়সে ক্লাবটির হয়ে গোল করেছিলেন হেইটর। ১০০ বছরের বেশি সময় ধরে সেটিই ছিল পালমেইরাসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের ঘটনা।

১০৬ বছর পর মঙ্গলবার ব্রাজিলের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ব্রাজিলেইরাওয়ে-তে অ্যাথলেটিকো প্যারানায়েন্সের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে হেইটরের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন এনদ্রিক।

ম্যাচের ৫৯ মিনিটে বদলি হিসেবে নেমে ১০ মিনিটের ব্যবধানে গোল করেন এনদ্রিক। এদিন তার বয়স ছিল ১৬ বছর ৩ মাস ৭ দিন। ম্যাচে তার দল ৩-১ ব্যবধানে জয় পায়।

পালমেইরাসে অভিষেকের পর এটিই ছিল এনদ্রিকের পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল।

Development by: webnewsdesign.com