বিশ্বের সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ১১৮তম

সোমবার, ২০ মার্চ ২০২৩ | ৫:২২ অপরাহ্ণ

বিশ্বের সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ১১৮তম
বিশ্বের সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ১১৮তম
apps

আজ ২০ মার্চ বিশ্ব সুখ দিবস। প্রতিবছর এই দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এবারও প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩।

তালিকায় ১৩৭টি দেশের মধ্যে টানা ষষ্ঠবারের মতো শীর্ষে আছে ফিনল্যান্ড। এতে ১৩৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম। ২০২২ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ৯৪তম ছিল।

আর এবারের সুখী দেশের তালিকায় তলানিতে আছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। আগের বছরও এই তালিকায় সবার নিচে ছিল দেশটি।

শীর্ষ ১০টি সুখী দেশ

সুখী দেশের তালিকায় প্রথম ফিনল্যান্ড, দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ ইসরায়েল, পঞ্চম নেদারল্যান্ডস, ষষ্ঠ সুইডেন, সপ্তম নরওয়ে, অষ্টম সুইজারল্যান্ড, নবম লুক্সেমবার্গ ও দশম নিউজিল্যান্ড।

দক্ষিণ এশিয়ার ও অন্যান্য দেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ৭৮ তম, পাকিস্তান ১০৮, শ্রীলঙ্কা ১১২, ভারত ১২৬তম আর বাংলাদেশের অবস্থান ১১৮তম।
অন্যদিকে সুখী দেশের তালিকায় এবার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তানের নাম। আগের বছরও এই তালিকায় সবার নিচে ছিল আফগানিস্তান।

তালিকায় কানাডা ১৩তম, যুক্তরাষ্ট্র ১৫ ও যুক্তরাজ্য ১৯তম। আর যুদ্ধকবলিত ইউক্রেন ৯২তম অবস্থানে আছে। রাশিয়া ৭০তম অবস্থানে রয়েছে।

সুখী দেশের তালিকা যেভাবে করা হয়

সুখী দেশের তালিকা করতে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনা করা হয়।

সূত্র : সিএনএন

Development by: webnewsdesign.com