বিশ্বকাপে ভালো কিছু করা আমার লক্ষ্য : সাকিব

রবিবার, ২১ আগস্ট ২০২২ | ১:০২ অপরাহ্ণ

বিশ্বকাপে ভালো কিছু করা আমার লক্ষ্য : সাকিব
apps

এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে পড়েছেন সাকিব, মুশফিক, মুস্তাফিজরা। তিন দিনের অনুশীলন শেষে টি-২০ এশিয়া কাপে ২৩ আগস্ট ঢাকা ছাড়বে টাইগাররা। আজ ও আগামীকাল ক্রিকেটাররা দুটি অনুশীলন ম্যাচ খেলবে। ভাদ্রের প্রচণ্ড গরমে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন সাকিবরা। দলের অনুশীলন শুরু হয়েছে গতকাল। সাকিব ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন কয়েকদিন আগে। ফিটনেস ঠিক রাখতেই তিনি অনুশীলন জিম, রানিং করেছেন। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে টাইগারদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাকিবের হাতে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বোর্ডও ভাবছে নতুনত্বে আমূল পাল্টে যাবে টি-২০ ক্রিকেট। কিন্তু টাইগার অধিনায়ক এমনটি ভাবছেন না।

সাকিব জানান উন্নতির জন্য সময় দিতে হবে, ‘আমার লক্ষ্য টি-২০ বিশ্বকাপে আমরা যেন ভালো করতে পারি। তার প্রস্তুতি হিসেবে এগুলো। আমি যদি মনে করি, এক-দুদিনে কিছু বদলে দিতে পারব, কিংবা অন্য কেউ এসে বদলে দিবে, তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। আপনি যদি বাস্তবিক চিন্তা করেন, আশা করি তিন মাস পর যখন আমরা বিশ্বকাপ খেলব। তখন যদি একটা উন্নতি দেখতে পারেন, ওটাই হবে আমাদের আসল উন্নতি। অধিনায়ক হিসেবে এশিয়া কাপে বলার মতো লক্ষ্য নেই সাকিবের। বাঁহাতি এ অলরাউন্ডার বলেছেন, আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন আমরা ভালো করতে পারি। তার প্রস্ত্ততি হিসেবে এগুলো।

Development by: webnewsdesign.com