বিধর্মীদের ওপর ভরসা করা যাবেনা: খামেনেয়ি

বুধবার, ২৫ নভেম্বর ২০২০ | ২:০৫ অপরাহ্ণ

বিধর্মীদের ওপর ভরসা করা যাবেনা: খামেনেয়ি
apps

বিধর্মীদের বিশ্বাস করা যায় না এবং তারা সমস্যার সমাধান করে দেবে এমন আশা করাও ঠিক নয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। মঙ্গলবার এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো অপরাধ করেছে।

খামেনেয়ি বলেন, বরাবরই তারা এই ধরণের অপরাধ করে আসছে তবে গত তিন বছরে তা অনেক বেড়ে গেছে। এই নিষেধাজ্ঞার জন্য আমাদেরকে সমস্যায় পড়তে হবে কিন্তু চেষ্টা, সাহসিকতা ও উদ্যোগের মাধ্যমে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। প্রতিপক্ষ যখন এই নিষেধাজ্ঞার অকার্যকারিতা উপলব্ধি করবে তখন তারা এ থেকে পিছু হঠতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, বিধর্মীদের ওপর ভরসা করা যাবেনা। তাদের ওপর ভরসা করে কোনো পরিকল্পনা গ্রহণ করা যাবেনা।

যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে তিনি বলেন, ব্রিটেন ও ফ্রান্স ধ্বংসাত্মক পরমাণু অস্ত্রের অধিকারী। জার্মানিও রয়েছে একই পথে। কিন্তু ইরান পরমাণু অস্ত্র রাখতে গেলেই তারা আপত্তি জানাচ্ছে। যাদের জন্য এই অঞ্চল বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে, তারাই ইরানের ব্যাপারে আপত্তি জানাচ্ছে।

Development by: webnewsdesign.com