বিদ্যালয়ের ঘর দখল করে দাতব্য চিকিৎসালয়ের সাইনবোর্ড সভাপতির ছেলের

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ১:২০ অপরাহ্ণ

বিদ্যালয়ের ঘর দখল করে দাতব্য চিকিৎসালয়ের সাইনবোর্ড সভাপতির ছেলের
apps

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনশেড ঘর দখল করে দাতব্য চিকিৎসালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে ব্যবসার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সভাপতির ছেলের বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন প্রধান শিক্ষক।

স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের সভাপতির পৈতৃক জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে বিধায় বিদ্যালয় ঘেঁষে টিনশেড ঘরটি ব্যবহার করছেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. খালেক খানের ছেলে মো. মাহামুদ হাসান খান।

জানা গেছে, ২০২০ সালে নতুন ভবন নির্মাণকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই সময় শিক্ষার্থীদের পাঠদানের জন্য একটি অস্থায়ী টিনশেড ঘর নির্মাণ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত মো. মাহামুদ হাসান খান টিনশেড ঘরটি তিনি ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করেছেন দাবি করে বলেন, ‘স্কুলের সম্পত্তি আমার পিতার। ’বিদ্যালয়ের সভাপতি মো. খালেক খান বলেন, ‘টিনশেড ঘরটি আমার জমিতে। দখলের অভিযোগ মিথ্যা। ’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান বলেন, ‘স্থানীয়ভাবে বিষয়টির সমাধান করতে না পেরে গত ৫ ডিসেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে লিখিতভাবে অবহিত করেছি। ’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন খলিফা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়ে গত ৩০ নভেম্বর পরিদর্শনকালে পশারিবুনিয়া পাবলিক লাইব্রেরি ও দাতব্য চিকিৎসালয়ের সাইনবোর্ড দেখতে পাই। তখনই ঘরটি সভাপতিকে সরিয়ে নিতে বলেছিলাম। তিনি আজও ব্যবস্থা নেননি। বিদ্যালয়ের সীমানা নির্ধারণ না হওয়ায় কোনো সিদ্ধান্ত হয়নি। ’

Development by: webnewsdesign.com