বিকল্প শক্তি উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে জাতীয় পার্টি : জি এম কাদের

শনিবার, ১১ জুন ২০২২ | ৫:২১ অপরাহ্ণ

বিকল্প শক্তি উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে জাতীয় পার্টি : জি এম কাদের
apps

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ-বিএনপির মধ্যে আদর্শগত ১৮০ ডিগ্রি ফারাক থাকলেও দেশ ও জনগণের অপছন্দের কর্মকাণ্ডে তাদের ব্যাপক মিল রয়েছে।

তিনি বলেন,জনগণ এখন বিকল্প শক্তি খুঁজছে। দেশের মানুষকে বিকল্প শক্তি উপহার দেওয়ার লক্ষ্যে জাতীয় পার্টি কাজ করছে।

আজ শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে তার দল কাজ শুরু করেছে। তবে বিশেষ করে সরকারি বা বিএনপির সাথে জোট করবে কি না, তা পরিস্থিতি ও সময় বলে দেবে।

তিনি বলেন,জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেওয়া হচ্ছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Development by: webnewsdesign.com