বাজারে আসতে শুরু করেছে রাজশাহীর লিচু

শনিবার, ২৮ মে ২০২২ | ১১:৫৬ পূর্বাহ্ণ

বাজারে আসতে শুরু করেছে রাজশাহীর লিচু
apps

পরিপক্ব হওয়ায় গাছে গাছে ঝুলছে লাল মৌসুমি ফল লিচু। রাজশাহী জেলার বেশির ভাগ বাগানে এখন এমন দৃশ্য। গাছ থেকে পেড়ে পরিপক্ব লিচু বিক্রির জন্য নেয়া হচ্ছে বাজারে। ফলে বাজারে উঠতে শুরু করেছে রাজশাহীর লিচু।

এদিকে বাগান মালিকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। তবে বাগান রক্ষণাবেক্ষণে যে পরিমাণ উৎপাদন ব্যয় বেড়েছে সে অনুযায়ী লিচুর বাজারমূল্য নেই।

বাজারে এসব লিচু খুচরা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। দাম সাধ্যের মধ্যে থাকায় ক্রেতারাও সন্তুষ্ট।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, লিচুর বাজারমূল্য কিছুটা কম হলেও ফলন ভালো হওয়ায় বাগান মালিক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবে।

চলতি মৌসুমে ৪০ থেকে ৪৫ কোটি টাকার লিচু বেচাকেনার সম্ভাবনা রয়েছে বলে জানান রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিম উদ্দিন।

জেলার ৫২৪ হেক্টর জমির বাগানে ৩ হাজার ১৫০ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

Development by: webnewsdesign.com