বাগেরহাটে বলেশ্বর পরিবহন এর বেপরোয়া গতির কারণে প্রাণ গেল যুবকের

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ১১:০৫ পূর্বাহ্ণ

বাগেরহাটে বলেশ্বর পরিবহন এর বেপরোয়া গতির কারণে প্রাণ গেল যুবকের
বাগেরহাটে বলেশ্বর পরিবহন এর বেপরোয়া গতির কারণে প্রাণ গেল যুবকের
apps

বাগেরহাটের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোঃ গোলাম রসূল তালুকদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।নিহত যুবক রাড়িপাড়া ইউনিয়নের দোবাড়িয়া গ্রামের আব্দুল মালেক তালুকদারের ছেলে।নিহত যুবক বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।

১৯ এপ্রিল সকালে জিলবুনিয়া মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সকাল ৬.৩০ মিনিটের দিকে কচুয়ার সাইনবোর্ড বাজার গোলচত্বরে পৌঁছালে ঢাকা থেকে আসা বলেশ্বর পরিবহনের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।বাগেরহাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।নিহতের স্ত্রী সন্তান সম্ভবা, আজ তার সিজার হওয়ার কথা রয়েছে।এমন পরিস্থিতিতে তার মৃত্যুতে তার পরিবারের মধ্যে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়া জানিয়েছেন পরিবহনের বেপরোয়া গতির কারনে এ দুর্ঘটনা ঘটেছে।এছাড়া আরো অনেকে অভিযোগ করেছেন বাগেরহাট-মোরেলগঞ্জ গামি পরিবহন গুলো অধিকাংশ সময় নিয়মের তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে থাকেন বলে বিভিন্ন সময় এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে।

নিহতের লাশ বাগেরহাট সদর হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তার মৃতদেহ মোরেলগঞ্জ জিলবুনিয়া দরবার শরীফে নেওয়া হয়েছে।সেখানে প্রথম দফা জানাজা শেষে নিহতের নিজ বাড়িতে আসরবাদ দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।এঘটনায় পরিবার সহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Development by: webnewsdesign.com