বাউফলে আ’লীগের ৬ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১ | ৩:৫০ অপরাহ্ণ

বাউফলে আ’লীগের ৬ বিদ্রোহী প্রার্থী বহিস্কার
apps

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫ ইউনিয়ন থেকে ৬ জনকে বহিস্কার করা হয়েছে। গত ২৯ মার্চ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওই বহিস্কারাদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামি ১১ এপ্রিল প্রথম ধাপে বাউফলের ১৫টি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরমধ্যে কালাইয়া ও কালিশুরী ইউনিয়নে বীনা প্রতিদ্বদ্বীতায় নৌকা মার্কার দু’জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি সাত ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে নৌকার প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগেরই নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিচ্ছে। যাহা আওয়ামী লীগের গঠণতন্ত্র বিরোধী এবং দলীয় শৃংখলা ভঙ্গের সামিল।

একারণে ধুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান আনিচুর রহমান রব, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল বশার খান ও কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হক অপু, আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এবং কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান হিরণকে দল থেকে বহিস্কার করে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ স্থানীয় এমপি আ.স.ম. ফিরোজ ওই বহিস্কারাদেশে স্বাক্ষর করে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে পাঠিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০১

Development by: webnewsdesign.com