বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা ২৬টি ক্যামেরায় দেখানো হবে

বুধবার, ২০ জানুয়ারি ২০২১ | ১০:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা ২৬টি ক্যামেরায় দেখানো হবে
ফাইল ছবি।
apps

১০ মাসেরও বেশি সময় পর আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

সিরিজের সম্প্রচার আকর্ষণীয় করতে স্টেডিয়ামজুড়ে বসানো হয়েছে ২৬টি ক্যামেরা। এই ২৬টি ক্যামেরাগুলো বসিয়েছে সম্প্রচারের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান বেনটেক লিমিটেড। থাকবে ডিআরএস ও স্পাইডার ক্যাম।

এ বিষয়ে গণমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমরা বেনটেক লিমিটেডকে ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে। আমরা ২৬টা ক্যামেরা নিয়ে শুরু করার পরিকল্পনা করছি। এখানে ডিআরএস থাকবে, স্পাইডার ক্যামও থাকবে। তবে স্পাইডার ক্যামের ক্ষেত্রে আসলে ড্রোনের প্রয়োজন। তাই ড্রোন ব্যবহারের জন্য আগে থেকে অনুমতি নিতে হবে। আমরা সেটার চেষ্টা করছি।

Development by: webnewsdesign.com