বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিষ্কার

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | ৯:০১ অপরাহ্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিষ্কার
apps

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার নিয়ে কটূক্তি এবং সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বিভিন্ন প্রচারণা চালানোর অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মো. খালিদ হাসানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় খালিদের বিরুদ্ধে পরবর্তী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত খালিদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সুব্রত কুমার দাস বরিশালটাইমসকে জানান, অক্টোবরে খালিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে দেওয়া কটূক্তিমূলক বিভিন্ন স্ট্যাটাসের কপি যুক্ত করে দেওয়া হয়। এ নিয়ে দীর্ঘদিন তদন্ত ও অভিযুক্তের বক্তব্য নেবার পর তাকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

এ ব্যাপারে খালিদ হাসান বলেন, বিষয়টি নিয়ে তদন্তের সময় আমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেকেছিল। সেখানে আমি আমার অবস্থান ব্যাখ্যা করেছি। আপাতত এ বিষয়ে আর কিছু বলতে চাই না।

Development by: webnewsdesign.com