বরফে ডাকা অ্যান্টার্কটিকাতে প্রথমবারের মতো করোনা শনাক্ত

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | ১২:২৮ অপরাহ্ণ

বরফে ডাকা অ্যান্টার্কটিকাতে প্রথমবারের মতো করোনা শনাক্ত
apps

মহামারি করোনা থেকে শেষ বক্ষা পেলো না বরফে ডাকা মহাদেশ অ্যান্টার্কটিকা। গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে প্রথম এই ভাইরাস শনাক্ত করা হয় এর পর থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।

এই ভাইরাসের অস্তিত্ব সারা বিশ্বে পাওয়া গেলেও প্রথম বারের মতো আর্বিভাব হলো বরফে ডাকা মহাদেশ অ্যান্টার্কটিকায়। চলতি সপ্তাহে ২ ব্যক্তি অসুস্থ হওয়ার পর করোনা টেস্ট করালে ধরা পড়ে ভাইরাসটি।

রিসার্চ কতৃপক্ষ জানায়, চিলির যে সব রিসার্চ স্টেশন অ্যান্টার্কটিকায় অবস্থিত সেখানে কর্মরত প্রায় ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এরমধ্যে ২৬ জন রয়েছে চিলির সেনা সদস্য। বাকি ১০ জন সাধারণ কর্মী। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে তাদের।

চিলির এক সেনা সদস্য বলেন, চিলির ২টি গবেষণা কেন্দ্রে করোনার সংক্রমণ ধরা পড়েছে এবং আক্রান্তদের চিকিৎসার জন্য চিলিতে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরো জানান, অ্যান্টার্কটিকায় চিলির ১৩টি গবেষণা কেন্দ্র রয়েছে। করোনা আর্বিভাব হওয়ার কারণে এখন সবগুলোই বন্ধ রয়েছে।

Development by: webnewsdesign.com