বড়লেখায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৮

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ১১:৩১ পূর্বাহ্ণ

বড়লেখায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৮
apps

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৪,ভাইস চেয়ারম্যান ৪, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

(১৫ এপ্রিল) সোমাবার অনলাইনে সংশ্লিষ্ট কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগ নেতা দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন ও তার ছেলে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন, সম্মিলিত নাগরিক পরিষদ মনোনীত ও বাংলাদেশ আনঞ্জুমানে আল-ইসলাহ সমর্থিত মাষ্টার মো. শামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, এবং জমিয়ত নেতা আবিদুর রহমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দীপক কুমার রায় সোমবার বিকেলে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Development by: webnewsdesign.com