বড়লেখায় “টিম ফর কোভিড ডেথ” সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ | ৪:৫১ অপরাহ্ণ

বড়লেখায় “টিম ফর কোভিড ডেথ” সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বড়লেখায় "টিম ফর কোভিড ডেথ" সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
apps

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারি সংক্রমণের পরিপ্রেক্ষিতে ২০২০ সালে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার কয়েক জন সেচ্ছাসেবীকে নিয়ে গঠিত হয়, করোনায় মৃত ব্যাক্তিদের লাশ দানকারী (কোভিড-১৯) স্বেচ্ছাসেবী সংগঠন “টিম ফর কোভিড ডেথ”। সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় বড়লেখা পৌর শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা,অনুদান প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করাহয়।

সংগঠনের সিনিয়র সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মস্তুফা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ-অর্থ সম্পাদক হাফিজ ক্বারি ফরহাদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা পরিষদের (সাবেক) প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ব্যবসায়ী শামছুল ইসলাম (জাপান), মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি শাহাব উদ্দিন, নিসচা বড়লেখা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন।

অনুষ্ঠানে সংগঠনের শুভাকাঙ্খী অতিথি ছিলেন শামছুউদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আহমেদ জাকারিয়া, বিছরাবাজার যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী হোসেন, জায়ফর নগর ইয়াং সোসাইটির সহ-সভাপতি জাকারিয়া আহমদসহ”টিম ফর কোভিড ডেথ ‘র সহ-সভাপতি সরফ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক বদর উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল হান্নাম, দপ্তর সম্পাদক জামিল হোসেন, প্রবাসী দাতা সদস্য ছয়েফ উদ্দিন প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের মানবিক প্রিয়জনদের সহযোগিতায় এক কন্যাদায়গ্রস্ত পরিবারকে কন্যার বিবাহে উপহার স্বরুপ নগদ আর্থিক অনুদান প্রদান করাহয়।শেষে প্রবাসীসহ সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুর রুউফ (অন্ধ হাফিজ)।

Development by: webnewsdesign.com