ফেসবুকের নামে বাংলাদেশি ডোমেইন বন্ধে আইনজীবী নিয়োগ..

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ১:৫৯ অপরাহ্ণ

ফেসবুকের নামে বাংলাদেশি ডোমেইন বন্ধে আইনজীবী নিয়োগ..
apps

বাংলাদেশে ফেসবুক ডটকম. বিডি নামে ওয়েবসাইট খোলায় আইনি নোটিশ পাঠিয়েছে ফেসবুকের আসল কর্তৃপক্ষ। আর এজন্য আদালতে লড়তে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল আলমকে নিয়োগ করেছে জাকারবার্গ প্রতিষ্ঠিত ফেসবুক। গতকাল (বুধবার) সুপ্রিম কোর্টের এই আইনজীবী নিজেই এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফেসবুকের লিগ্যাল টিম একটি মেইল পাঠিয়ে জানিয়েছেন, বাংলাদেশে facebook.com.bd ব্যবহার করে কেউ একজন একটি ডোমেইন কিনেছে এবং এটি ৬০ লক্ষ ডলারে তারা বিক্রি করতে চায় এবং তা বিটিসিএল অনুমোদিত। সেটি বন্ধে তারা আইনি লড়াই করতে চায়।

তিনি আরও বলেন, ফেসবুক বিশ্বের বহুল প্রচারিত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই নাম ব্যবহার করে অন্য কেউ ওয়েবসাইট খুলতে পারেন না। কিন্তু এ ওয়ান সফটওয়্যার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ফেসবুক ডটকম বিডি নামে একটি ডোমেইন খুলেছেন। ওই ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বলে জানা গেছে।

খুব দ্রুতই ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশের আদালতে ফেসবুক কর্তৃপক্ষ মামলা করবে বলেও তিনি জানান।

Development by: webnewsdesign.com