ফাইজার টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু

রবিবার, ১০ অক্টোবর ২০২১ | ৬:৩৪ অপরাহ্ণ

ফাইজার টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু
apps

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইপিআই সেবা কেন্দ্রে ১০ অক্টোবর সকাল ১১ টায় ফাইজার টিকাদান কার্যক্রমের উদ্ভৌধন করা হয়েছে। টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

মসিক মেয়র ইকরামুল হক টিটুকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, প্রতিদিন ১ হাজার মানুষকে ফাইজার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা সিটি কর্পোরেশনের রয়েছে। এ পর্যায়ে সর্বমোট ১৯ হাজার ৮ শ মানুষকে ১ম ডোজ ফাইজার টিকা প্রদান করা হবে।

মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ফাইজার টিকা প্রদানের জন্য নির্ধারিত যা যা ব্যবস্থাপনা রয়েছে তা আমরা নিশ্চিত করেছি। এছাড়া আমরা নিজস্ব ভবনে টিকা প্রদানের ব্যবস্থা করেছি যাতে স্বাচ্ছন্দ্যে সবাই ফাইজার টিকা নিতে পারে।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন অফিসার দীপক মজুমদার কমল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ প্রমুখ।

Development by: webnewsdesign.com