প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ১৪ ডিসেম্বর, জানাল মন্ত্রণালয়

সোমবার, ২৮ নভেম্বর ২০২২ | ৫:৩০ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ১৪ ডিসেম্বর, জানাল মন্ত্রণালয়
প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ১৪ ডিসেম্বর, জানাল মন্ত্রণালয়
apps

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে আগামী ১৪ ডিসেম্বর। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাইপূর্বক চূড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

প্রাথমিকের ইতিহাসে বড় এই নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির অনুমোদিত পদ অনুসারে ৩২ হাজার ৫৭৭ পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

চলতি বছরের মার্চে মন্ত্রণালয়ের এক সভায় সাংবাদিকদের বলা হয়েছিল, ৪৫ হাজার সহকারী শিক্ষক নেওয়া হবে। অবসরের কারণে ১০ হাজারের বেশি পদ খালি হওয়ায় পদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহুর্তে পদ বাড়ানো হচ্ছে না।

এ নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। চাকরির জন্য আবেদন করেছিলেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিজ্ঞপ্তির বিপরীতে অনুমোদিত পদেই নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। সে অনুসারে ৩২ হাজার ৫৭৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার অভিযোগে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, মোবাইল সেট, নগদ টাকা উদ্ধার করা হয়। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- ইয়াছিন, সেলিম, উজ্জ্বল, নবা সাইদুর, আলিম ও শাহীন। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়ে।

Development by: webnewsdesign.com