প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে কাজিপুরে কোমলমতি শিশুদের ডিম ও দুধ খাওয়ানো কর্মসূচি অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ৮:০৬ অপরাহ্ণ

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে কাজিপুরে কোমলমতি শিশুদের ডিম ও দুধ খাওয়ানো কর্মসূচি অনুষ্ঠিত
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে কাজিপুরে কোমলমতি শিশুদের ডিম ও দুধ খাওয়ানো কর্মসূচি অনুষ্ঠিত
apps

“প্রাণীসম্পদে ভরবে দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জনসাধারণের জন্য নিরাপদ প্রানীজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রাণিসম্পদ সেবাসপ্তাহ -২০২৪ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম (দুধ ও ডিম খাওয়ানো কর্মসূচি) অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ২৩ এপ্রিল কাজিপুর উপজেলার দুবলাই বাহালুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার কোমলমতি শিশুদের ডিম ও দুধ খাওয়ানো উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন। স্বাগতিক বক্তব্য রাখেন ও কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলে, উপজেলা ভেটেনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান,মাদ্রাসা শিক্ষক মন্ডলী ও দপ্তরের কর্মকর্তা – কর্মীবৃন্দ । এ সময় ৭০ জন কোমলমতি এতিম শিশুদের ও ৮ জন শিক্ষক কে ডিম ও দুধ খাওয়ানো হয়।

কাজিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসানের নেতৃত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উপলক্ষে নানা আয়োজন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।

Development by: webnewsdesign.com