প্রবল বাতাস এবং বৃষ্টির কারণে ক্যাবল কারে আটকা পরেন ৩০ পূণ্যার্থী

মঙ্গলবার, ২৪ মে ২০২২ | ১:৪৮ অপরাহ্ণ

প্রবল বাতাস এবং বৃষ্টির কারণে ক্যাবল কারে আটকা পরেন ৩০ পূণ্যার্থী
apps

ভারতের মধ্যপ্রদেশের সাতনা জেলার বিখ্যাত মা শারদা মন্দির পরিদর্শনে গিয়ে প্রায় ৩০ জন পূণ্যার্থী আধা ঘণ্টা ধরে ক্যাবল কারে আটকে ছিলেন।

সোমবার বিকেলের এ ঘটনা ঘটে।প্রবল বাতাস এবং বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়। ওই সময় ক্যাবল কারে আটকে ছিলেন পূণ্যার্থীরা।

সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ছড়িয়েছে।

ভিডিওতে দেখা যায়, ভূমি থেকে ১০০ ফুট উঁচুতে কেবল কার প্রবল বাতাসে পেন্ডুলামের মতো দুলছে। আর সেই সব ক্যাবল কারের ভেতর রয়েছেন পূণ্যার্থীরা। সাতটি ক্যাবল কারে চার জন করে ছিলেন।

আধা ঘণ্টা আটকে থাকার পর অবশ্য তারা নিরাপদে ভূমিতে নেমে আসতে পেরেছেন। উদ্ধার হওয়ার পর একজন বলেন, আমাদের জীবন নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমরা এমনও ভেবেছি যে, মারা যেতে পারি। কিন্তু এখন স্বস্তি পাচ্ছি।

সূত্র: এনডিটিভি

Development by: webnewsdesign.com