প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হলেন সাবেক ছাত্রলীগ নেতা সনজিত দাস

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৮:৫৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হলেন সাবেক ছাত্রলীগ নেতা সনজিত দাস
প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হলেন সাবেক ছাত্রলীগ নেতা সনজিত দাস
apps

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস। মঙ্গলবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সনজিতকে গ্রেড-৯ এর বেতনের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩০৬০/ টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার পদে যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৭ ব্যাচের শিক্ষার্থী সনজিত চন্দ্র দাস ২০১৮ সালের আগস্টে শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। গত ডিসেম্বরে তিনি এই দায়িত্ব ছাড়েন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

Development by: webnewsdesign.com