পশ্চিমবঙ্গে তৃণমূলের সভায় বজ্রপাতে নিহত ১, আহত ৫০

সোমবার, ০১ মে ২০২৩ | ১:১৭ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গে তৃণমূলের সভায় বজ্রপাতে নিহত ১, আহত ৫০
পশ্চিমবঙ্গে তৃণমূলের সভায় বজ্রপাতে নিহত ১, আহত ৫০
apps

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৫০ জন নেতাকর্মী। রোববার (৩০ এপ্রিল) বিকেলে বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুরে এ ঘটনা ঘটে।

নিহত তৃণমূল কর্মীর নাম সামেদ মল্লিক (৪২)। তার বাড়ি ইন্দাস ব্লকের বাতানিয়া গ্রামে। স্থানীয়দের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ওইদিন দুপুর থেকে সভায় তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে। বিকেলে সভা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই শুরু হয় ঝড়বৃষ্টি। এসময় তৃণমূলের কর্মী-সমর্থকরা সভাস্থলের অদূরে একটি বট গাছের তলায় আশ্রয় নেন।

সেখানেই তারা বজ্রপাতের শিকার হন। বজ্রপাতে বটগাছের নীচে দাঁড়িয়ে থাকা কমবেশি সকলেই আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা এক জনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুঃখপ্রকাশ করেছেন।

Development by: webnewsdesign.com