পলাশবাড়ীতে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী পালিত

সোমবার, ০৮ আগস্ট ২০২২ | ১:৫৮ অপরাহ্ণ

পলাশবাড়ীতে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী পালিত
apps

সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিবের ৯২ তম জন্মদিন পালন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।

আজ ৮ আগস্ট সোমবার সকালে উপজেলা টাউন হলরুমে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আফতাব হোসেন, রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,উপজেলা কৃষক লীগের সভাপতি মহব্বত জান চৌধুরী, মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু,শিক্ষক মিজানুর রহমান মিজানসহ অন্যান্যারা। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,পেশাজীবী ,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক- শিক্ষার্থী,পৌর কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ ই আগস্টে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এবং তাদের পরিবারের শাহাদত বরণকারী সদস্যগণ সহ সকল শহীদের আত্মার মাাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ মোস্তাফিজুর রহমান রাজা।

Development by: webnewsdesign.com