পরিবর্তন আনা হয়েছে মেট্রোরেল

সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ | ৫:৪৭ অপরাহ্ণ

পরিবর্তন আনা হয়েছে মেট্রোরেল
পরিবর্তন আনা হয়েছে মেট্রোরেল
apps

পরিবর্তন আনা হয়েছে মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর সময়সূচিতে। নতুন সময় অনুযায়ী মেট্রোরেল চলবে সকাল সাড়ে ৮টা থেকে। যা আগামী ২৫ জানুয়ারি (বুধবার) থেকে কার্যকর হবে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানিয়ে বলেন, আগামী ২৫ জানুয়ারি থেকে রাজধানীর পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল। ওইদিন থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। টিকিট কাটার সুবিধার্থে সকাল ৮টা থেকে যাত্রীদের জন্য গেট খুলে দেওয়া হবে। ট্রেনগুলো আগের মতোই দশ মিনিট পরপর দিয়াবাড়ি, আগারগাঁও ও পল্লবী স্টেশনে চলাচল করবে।

এর আগে গেল ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়। উদ্বোধনের পর রাজধানীর দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে মেট্রোরেল। এই দুটি স্টেশনের সঙ্গে এবার পল্লবী স্টেশনও যুক্ত হচ্ছে।

Development by: webnewsdesign.com