পরমাণুবিজ্ঞানী ফাখরিজাদেকে হত্যার অভিযোগ প্রত্যাখ্যান ইসরাইলের

রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ

পরমাণুবিজ্ঞানী ফাখরিজাদেকে হত্যার অভিযোগ প্রত্যাখ্যান ইসরাইলের
সংগৃহীত ছবি
apps

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসীন ফাখরিজাদেকে হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরাইল। ইরানি বিজ্ঞানী হত্যার বিষয়ে কোনো তথ্য না থাকারও দাবি তেলআবিবের।
এদিকে, চোখের জলে সাধারণ ইরানিরা বিদায় জানালো ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসীন ফাখরিজাদেকে। শনিবার(২৮ নভেম্বর) তার বিদায় অনুষ্ঠানে অংশ নেন সব শ্রেণি পেশার মানুষ। হত্যার প্রতিশোধ নিতে আহ্বান জানান তারা। পরমাণু বিজ্ঞানী হত্যার বদলা নেওয়া কথা জানিয়েছেন ইরানর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যাদের নির্দেশে ফাখরিজাদেকে হত্যা করা হয়েছে, তাদের শাস্তির মুখোমুখি করাকেই প্রধান কাজ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। এ হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরাইলকে দায়ী করে আসছে ইরান। তবে সে দাবি প্রত্যাখ্যান করেছে দেশটি। রোববার(২৯ নভেম্বর) এক বিবৃতিতে তেলআবিবের পক্ষ থেকে জানানো হয়, তাদের হাতে ইরানি বিজ্ঞানী হত্যার বিষয়ে কোন তথ্য নেই।
বিশ্লেষকদের মতে, পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেকে হত্যার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি আরো বেগবান হবে। একইসঙ্গে ওই হত্যাকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আবারো উত্তপ্ত হয়ে উঠবে বলে শঙ্কা তাদের।

মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ওয়াং জিন বলেন, ফাখরিজাদেকে হত্যা করলেই যে পরমাণু ক্ষেত্রে ইরান মেধাশূন্য হয়ে পড়বে, তা সম্পূর্ণই ভুল। বরং এর মাধ্যমে ইরানিরা পরমাণু সমৃদ্ধকরণে আরো বেশি উৎসাহ পাবে। একইসাথে তারা চাইবে দ্রুত এ হত্যা প্রতিশোধ নিতে। ফলে মধ্যপ্রাচ্যে যে শান্তি আবারো হুমকির মুখে পড়বে, বলার অপেক্ষা রাখে না।

এক বিবৃতিতে ফাখরিজাদে হত্যাকাণ্ডকে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে আখ্যা দিয়ে ইরানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর তীব্র নিন্দা জানিয়ে উত্তেজনা নিরসনে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আর একে জঘণ্য এবং বর্বর কাজ হিসেবে অবহিত করেছে তুরস্ক। এছাড়াও ইরানি বিজ্ঞানীকে হত্যা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জার্মানি, কাতার, সিরিয়া, ভেনেজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।

Development by: webnewsdesign.com