নেত্রকোনায় করোনার নমুনা ৭৮’জন ও শনাক্ত ২৮’জন 

বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৪৭ পূর্বাহ্ণ

নেত্রকোনায় করোনার নমুনা ৭৮’জন ও শনাক্ত ২৮’জন 
apps

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে বিভাগের চার জেলায় ৮৮২ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার ২৪ দশমিক ৯৮ শতাংশ হয়েছে । এবং করোনায় মারা গেছে ১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের শনাক্তের সংখ্যা ও হার—সবই গত-পরশু ২৪ ঘণ্টার চেয়ে বেশি। গতকাল সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭৯১টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২০ দশমিক ৪৮ শতাংশ। মৃত্যু হয়েছিল ১ জনের। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো. শাহ আলম স্বাক্ষরিত করোনার নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ময়মনসিংহ জেলায় ৬৪৪ জনের নমুনা পরীক্ষায় নতুন ১৭৫ জন রোগী শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ। তন্মধ্যে নেত্রকোনায় ৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৮ জন শনাক্ত হয়েছে, এবং করোনার শনাক্তের হার ৩৫ দশমিক ৮৯ শতাংশ ।

Development by: webnewsdesign.com