নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা হবে না হার্ড হিটার তামিমের

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | ৫:৩৬ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা হবে না হার্ড হিটার তামিমের
apps

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম ইকবাল। ব্যক্তিগত কারণে তিনি এই সিরিজে থাকছেন না। এর আগে নিউজিল্যান্ড যাওয়ার আগেই কোচ ও নির্বাচকদের সঙ্গে এ ব্যাপারে তার কথা হয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে চোটের শঙ্কা কাটিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজের খেলার ব্যাপারে আশাবাদী তিনি।

তামিম বলেন, আমি (নিউজিল্যান্ড) আসার আগেই হেড কোচ ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছি। আমি ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে অ্যাভেইল-অ্যাবল থাকব না।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরেই তামিম নিউজিল্যান্ড ছাড়বেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন তিনি।

আগেই পারিবারিক কারণে সাকিব নিজেকে সরিয়ে নিয়েছিলেন এ সফর থেকে, যিনি সম্প্রতি তৃতীয়বারের মতো বাবা হয়েছেন। ফলে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে খেলতে হবে দুই সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই।

দেশ ছাড়ার আগে থেকেই নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে কোনো ফরম্যাটেই না জেতার রেকর্ডটা ভাঙার আশা করেছিলেন তামিম, এদিন একই কথা বলেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গোও।

সফরে তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

Development by: webnewsdesign.com