নাসিরনগরে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

বুধবার, ১৩ অক্টোবর ২০২১ | ৩:২৩ অপরাহ্ণ

নাসিরনগরে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা
apps

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে চারজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা গোয়ালনগর ইউনিয়নের লালুয়ারটুক গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান খান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আটককৃতরা হলেন- উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের দুলাল মিয়া, হেলাল মিয়া, সজিব মিয়া ও শাহ আলম মিয়া।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার গোয়ালনগর ইউনিয়ন ও পাশে উপজেলার অষ্ট্রগ্রামের মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে অবৈধ খননযন্ত্র দিয়ে একটি সংঘবদ্ধ চক্র বালু উত্তোলন করে আসছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন অবৈধ খননযন্ত্র দিয়ে প্রতি বর্ষা মৌসুম থেকে শুরু করে শীতকালের আগ মূহুর্ত পর্যন্ত এই বালু উত্তোলনের কাজ চলে।

নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান খান বলেন, বার বার বাধাঁ দেওয়ার পরও বালু উত্তোলন থামছে না। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মেঘনা নদী থেকে বালু তোলা হচ্ছে। পরে বালুমহল আইন ২০১০ এর ১৫ এর ১ ধারা মোতাবেক চারজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Development by: webnewsdesign.com