নরওয়েতে পাঁচজনকে হত্যার অভিযোগে ডেনমার্কের নাগরিক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | ১২:৪১ অপরাহ্ণ

নরওয়েতে পাঁচজনকে হত্যার অভিযোগে ডেনমার্কের নাগরিক গ্রেপ্তার
apps

নরওয়েতে তীর ছুড়ে পাঁচজনকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ঘটনায় একজন পুলিশসহ আহত হয়েছেন আরো দুইজন। পুলিশ সূত্র জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরের কয়েক জায়গায় এমন হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৭ বছর বয়স্ক এক ডেনমার্ক নাগরিককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি একাই এই হামলা চালিয়েছেন। তবে ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

২০১১ সালের পর এটিই নরওয়েতে সবচেয়ে বড় আক্রমণ। সন্দেহভাজন হামলাকারী কংসবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতর থেকে তীর ছুড়ে আক্রমণ চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনা সন্ত্রাসী হামলা কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

সূত্র : মেট্রো।

Development by: webnewsdesign.com