নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৯:৩৩ অপরাহ্ণ

নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
apps

নড়াইল: নড়াইলের সদর উপজেলার বাহিরগ্রামে মাছের ঘেরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু দুজন হলো- বাহিরগ্রামের জালাল মোল্লার ছেলে মো. তানহা (৪) ও মেয়ে তিন্নি (৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে তানহা ও তিন্নি বাড়ির পাশে মাছের ঘেরের পাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা দুজন ঘেরের পানিতে পড়ে ডুবে যায়। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন তাদের দুজনকে খুঁজে না পেয়ে ঘেরের পানিতে খোঁজা শুরু করে। পরে তাদের উদ্ধারপূর্বক নড়াইল সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com