ধর্ষণচেষ্টার শাস্তি ‘২০ হাজার টাকা, তিনটি জুতার বাড়ি’

শনিবার, ০৫ মার্চ ২০২২ | ৪:৪৪ অপরাহ্ণ

ধর্ষণচেষ্টার শাস্তি ‘২০ হাজার টাকা, তিনটি জুতার বাড়ি’
apps

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর সালিস বৈঠকে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা ও তিনটি জুতার বাড়ি দিয়ে ঘটনার মীমাংসা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ঘটনার পর আজ শুক্রবার সালিস বৈঠকে বসেন স্থানীয় গণ্যমান্যরা।

সালিসে উপস্থিত স্থানীয় ও একাধিক ব্যক্তি জানান, বৃহস্পতিবার দুপুরে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান একই গ্রামের দুলাল দর্জি। এ ঘটনায় আজ সকালে ওই ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন হাওলাদারের বাসার সামনে সালিস বৈঠক হয়। বৈঠকে কাউন্সিলর, ইউপি সদস্য মিলন হাওলাদার ও স্থানীয় নিজাম আকন অভিযুক্ত দুলাল দর্জিকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং তিনটি জুতার বাড়ি দিয়ে ঘটনার মীমাংসা করে দেন। ইউপি সদস্য মিলন হাওলাদার বলেন, ধর্ষণচেষ্টা নয়, ওই নারীর ঘরে ঢুকে তার হাত ধরেছিলেন দুলাল দর্জি, যা স্থানীয় দুজন নারী দেখে ফেলেন। এ বিষয়ে বক্তব্য জানতে ওয়ার্ড কাউন্সিলর আল আমিন হাওলাদারের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Development by: webnewsdesign.com