ধর্ম অবমাননা: ক্ষমা চাইলেন সাইফ আলি খান

সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০ | ১:৩১ অপরাহ্ণ

ধর্ম অবমাননা: ক্ষমা চাইলেন সাইফ আলি খান
apps

ওম রাউতের ‘আদিপুরুষ’ ছবিতে লঙ্কেশ্বর রাবণের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা সাইফ আলি খানকে। সম্প্রতি ‘আদিপুরুষ’ ছবি নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তার মন্তব্যের নিন্দা করেছেন নেটিজেনদের একাংশ।

রাজনীতিতেও আলোড়ন তৈরি হয়েছে তার ওই মন্তব্যের জেরে। এ তারকার বিরুদ্ধে অভিযোগ, রাবণ সম্পর্কে প্রচলিত ধারণার বিপরীত মন্তব্য করেছেন তিনি।ঠিক কী বলেছেন সাইফ? তিনি বলেছিলেন, তার ছবিতে রাবণের সীতহরণের দিকটি ন্যায়ের দৃষ্টিতে দেখানো হবে। আর এরপরেই বিতর্ক শুরু হয়ে যায়। সাইফ আলি খানের মন্তব্যে ঘিরে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা রাম কদম।

তিনি লেখেন, সাইফ আলি খান আসন্ন ছবি আদিপুরুষ নিয়ে যে কথা বলেছেন তা আমায় অবাক করে দিয়েছে। ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন সাইফ। তিনি বলেছেন, সীতা অপহরণের বিষয়টি ছবিতে ন্যায়সঙ্গত দেখানো হবে। রাবণের মানবিক দিক দেখানো হবে। তাহলে কি রামের বিরুদ্ধে তার যুদ্ধ ন্যায্য হবে।পাশাপাশি টুইটে আদি পুরুষের পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন এ ধরনের বিষয় সহ্য করা হবে না। এরপর ক্ষমা চেয়ে নেন সাইফ আলি খান। একটি বিবৃতিতে তিনি লেখেন, আমার একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমার কথা মানুষের ভাবাবেগেও আঘাত করেছে।

আমি কখনওই এমনটা করতে চাইনি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং নিজের মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। রাম সর্বদাই আমার আছে একজন আদর্শ পুরুষ। আর আদিপুরুষে খারাপের বিরুদ্ধে শুভশক্তির জয়কেই তুলে ধরা হবে।

Development by: webnewsdesign.com