দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু

বুধবার, ২৭ জানুয়ারি ২০২১ | ৭:০৯ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু
apps

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশে ভ্যাকসিন (টিকা) প্রয়োগ শুরু হয়েছে বুধবার থেকে। এই দিনেই করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন আরও ৫২৮ জন আক্রান্ত হয়েছেন। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের মতো পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দেশে করোনা পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ জনকে নিয়ে এ পর্যন্ত করোনায় মারা গেলেন ৮ হাজার ৭২ জন। এই সময়ে নতুন শনাক্ত ৫২৮ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছে উঠলেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Development by: webnewsdesign.com