দেশে করোনায় ২ ধরনের রোগী মারা যাচ্ছে বেশি

বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | ৭:৫৪ অপরাহ্ণ

দেশে করোনায় ২ ধরনের রোগী মারা যাচ্ছে বেশি
apps

দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৭ হাজার ২৭৭ জন রোগীর মধ্যে ৬৩ দশমিক ৫ শতাংশই ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে ভুগছিলেন। এছাড়া বক্ষব্যাধি, কিডনি সমস্যা, হাঁপানি, হৃদরোগ, থাইরয়েডসহ বিভিন্ন অসংক্রামক রোগে ভুগছিলেন, তারাই বেশি মারা যান।

বয়স বিবেচনায় ৫০-৮০ বছরের রোগীদের মৃত্যুহার বেশি।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রুবেদ আমিন করোনা পরস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল বুলেটিনে বক্তব্যকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

ডা. রুবেদ আমিন বলেন, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার হিসাবে সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। বর্তমান করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে অর্থাৎ একজন থেকে অনেক জনের মধ্যে সংক্রমিত হচ্ছে না।

সংক্রমণের হার শূন্যতে নামিয়ে আনার আশাবাদ ব্যক্ত করে বলেন, সংক্রমণের হার শূন্যতে নামিয়ে আনা এবং পর পর তিন সপ্তাহ তা অব্যাহত রাখতে পারলে দেশ করোনামুক্ত হয়েছে বলে বলা যাবে।

 বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Development by: webnewsdesign.com